ছুরিকাঘাতে অফিস সহকারী নিহত

দিনাজপুর: জেলায় কম্পিউটার অপারেটরের কাম অফিস সহকারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে শুভ (২২) নামে এক ছাত্র। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (২৮) দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অপারেটরের কাম অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আটক শুভ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্সের ছাত্র এবং পাবনা জেলা সদরের দোহার পাড়ার বাবুল শেখের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, শুভ শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাকের মেসে ভাড়া থাকেন। গত রাতে আব্দুর রহিম অজ্ঞাত কারণে সেখানে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুভ তাকে ছুরিকাঘাত করে। এসময় আব্দুর রহিমও পাল্টা হামলা চালায়। এতে শুভ হালকা আঘাত পান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেন অথবা মেয়ে ঘটিত কোনো কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *