ইসি মেরদণ্ডহীন : বিএনপি
নির্বাচন কমিশনকে মেরদণ্ডহীন, ঋজু বলে অভিহিত করলেন বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনকে মেরদণ্ডহীন, ঋজু বলে অভিহিত করলেন বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তানের সেনারা, এ কথা জোর দিয়ে বলেছে বিএনপি।মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।‘একাত্তর সালে পাকিস্তান কোনো গণহত্যা করেনি’ পাকিস্তান সরকারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিপন বলেন, “খুব সংক্ষেপে এক লাইনে এ নিয়ে মন্তব্য করছি। সেটা হলো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীই গণহত্যা ঘটিয়েছে। সত্যকে আড়াল করা যাবে না।”পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সোমবার তলব করে সে দেশের সরকার জানায়, একাত্তর সালে বাংলাদেশে কোনো গণহত্যা করেনি পাকিস্তান।এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন ও জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এ নিয়ে সমালোচনা করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে এর কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। এরই পাল্টা হিসেবে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে পাকিস্তান।
নিউজ সংগ্রহেঃ রাশেদুল