সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্যে আজ মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *