সুপার ওভারে তিন রান, ধবলধোলাই পাকিস্তান

ঢাকা: ইংল্যান্ড আগেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল। শেষ ম্যাচটা পাকিস্তানের জন্য ছিল মান বাঁচানোর। কিন্তু সেটা হতে হতে হলো না। সুপার-ওভারে ম্যাচ হেরে ধবল-ধোলাই হতে হল তাদের।

ক্রিস জর্ডানের করা সুপার ওভারে তিন রানের বেশি করতে পারেননি শহিদ আফ্রিদি-উমর আকমল। এদিন ক্যারিয়ার সেরা ব্যাটিং করেও হার দেখেন শোয়েব মালিক (৪৫ বলে ৭৫)।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। এরপর সেই সুপার ওভার।

ইংল্যান্ডের উইলি ৩ উইকেট নেন ৩৬ রানে। পাকিস্তানের আফ্রিদি ও তানভির দুটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *