সিংগাপুর স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষে দেশটির সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে এর ধারাবাহিকতায় গত ২৭ তারিখ হতে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী সিংগাপুর ন্যাশনাল গ্যালারী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, গ্যালারীর বিশেষ চত্তরে নাটক, গান, মিউজিক, কৃষি ও খাদ্য উৎপাদন, চিত্র, ফিল্ম প্রর্দশন, ছবি ডিসপ্লে ইত্যাদি, পুরো আয়োজনে শত মানুষের ভিড়ে নিউক্লিয়াস কবিতার প্রর্বতক বাংলাদেশী প্রবাসী কবি সৈয়দুর রহমান লিটনের জীবনী ও আশা, আকাংখা, সিংগাপুরের বিখ্যাত চিত্র শিল্পী মিঃ শওন (Swan Cham)ও ফিল্ম নির্মাতা লেখক উপনেটের চিত্র কর্মে প্রতিফলন ঘটে। বিশেষ দিক গুলো হলো ধ্রুব বানী, প্রত্যেকে কবি, লেখক হতে পারেন কিন্তু প্রত্যেক লেখক কবি নয়। বিশ্ব শান্তি কামনা, নিউক্লিয়াস কবিতার বৈজ্ঞানিক মডেল ইত্যাদি, শত শত দেশী বিদেশী ভিজিটর কবিতা সংযোজীত চিত্র কর্ম গুলো প্রদর্শন করে বিমুগ্ধ ও নিউক্লিয়াস কবিতা সমন্ধে অবগত হন এবং উপস্হিত কবিকে অভিনন্দন জ্ঞাপন করেন। নিউক্লিয়াস কবির প্রর্দশনী আয়োজন করেন যৌথ ভাবে সিংগাপুর সামাজিক সংগঠন ও বানিজ্যিক কোম্পানী – Geylang Advetures,
Ablankframe, Uptake media, Food Scape collective, Serq Photo both, The Hiddien Good. Unleash Potential etc