গুয়াতেমালায় কারাদাঙ্গায় নিহত ৬

ঢাকা: গুয়াতেমালার একটি জনাকীর্ণ কারাগারে কারাদাঙ্গায় কমপক্ষে ছয়জন কয়েদি নিহত হয়েছেন। কয়েদিদের মধ্যে কয়েকজন একে-৪৭ বন্দুকধারী ছিলেন।

সোমবার (৩০ নভেম্বর) দেশটির রাজধানীর গুয়াতেমালা সিটির ৬৫ কিলোমিটার দক্ষিণের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

কারাগারটির এক মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় বিশেষ পুলিশ বাহিনী ও সেনাসদস্য পাঠিয়ে দাঙ্গা নিয়ন্ত্রণে আনা হয়।

কারাগারটি গুয়াতেমালার জনাকীর্ণ বন্দিশালার মধ্যে একটি। এখানে ৬শ কয়েদি ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে রয়েছেন তিন হাজার ৯২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *