দেশের অন্যতম মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব আয় ও গ্রাহক দুটোই বেড়েছে।
পাশাপাশি নেটওয়ার্ক সম্প্রসারণ ও গুণগত মান সম্পন্ন সেবা দেয়ার জন্য বিনিয়োগও বাড়িয়েছে রবি।
গুলশানে রবি’র করপোরেট অফিসে রোববার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৫) ব্যবসায়িক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এতে জানানো হয়, ভয়েস সেবার চেয়ে ডাটা খাত থেকে রাজস্ব আয় বাড়ছে।
সংবাদ সম্মেলনে তুলে ধরা আর্থিক বিবরণী অনুসারে, ২০১৫ সালের প্রথম ৯ মাসে রবিতে ৩১ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে। এতে করে রবি’র মোট গ্রাহকের সংখ্যা ২ কোটি ৮৪ লাখে পৌঁছেছে। এটি দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২১ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
এর মধ্যে ডাটা থেকে রাজস্ব ১০০ শতাংশের বেশি বেড়েছে। গ্রাহকের জন্য উদ্ভাবনী অফার ও ৩.৫জি নেটওয়ার্ক বিস্তারে ক্রমাগত বিনিয়োগের ফলে ডাটার ব্যবহার এবং এইখাত থেকে রাজস্ব আয় বেড়েছে।
নেটওয়ার্ক বিস্তারে ক্রমাগত বিনিয়োগ এবং পণ্য ও সেবার মূল্য নিয়ে কঠোর প্রতিযোগিতার কারণে প্রথম নয় মাসে পরিচালন মুনাফা হয়েছে ৩৬ দশমিক ৭ শতাংশ।
অবশ্য ২.৫জি/৩.৫জি নেটওয়ার্ক বিস্তারে বিনিয়োগের কারণে কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।
Mohammad Shahidul Islam liked this on Facebook.