সীমান্ত দিয়ে নেপালে পণ্য আসার ক্ষেত্রে ভারতের অবরোধ আরোপের প্রতিবাদে দেশটির সব টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন নেপালের ক্যাবল টিভি অপারেটররা।
রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন সংবিধানের সাত প্রদেশের মডেলের বিরুদ্ধে নেপালের দক্ষিণাঞ্চলের মদেশীয়দের চলমান বিক্ষোভের কারণেই ওই অবরোধ আরোপ করে ভারত।
এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত রঞ্জিত রাই বলেছেন, আমরা এটাকে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে দেখছি। এটা রাজনৈতিক বা অন্য কারণে হতে পারে। ভারতবিরোধী মনোভাব দুই দেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, নির্দিষ্ট দিক থেকে বিবেচনা করলে দেখা যায় কেউ কেউ ভারতবিরোধী মনোভাব তৈরিতে উৎসাহ যোগাচ্ছেন।
তিনি বলেন, পণ্য আনা নেয়ার বিষয়টি দুই দেশের রাজনৈতিক। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিৎ।
রাই বলেছেন, আমাদের নেপালের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক আছে। এটা কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে নয়। যদি এই সম্ভাব্য দ্বন্দ্বের অবসান না হয় তাহলে এর পরিণাম ভালো নাও হতে পারে। নেপালের স্থিতিশীলতার জন্য এর সমাধান খুবই জরুরি বলে মনে করেন তিনি।