হামলার শিকার হলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক , গুলিবিদ্ধ একজন

রিপোর্ট সংগ্রহে- রাশেদুল

আকস্মিক হামলার শিকার হলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ,একজন গুলিবিদ্ধ | 

আজ রোববার ২৯ নভেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাক ষ্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উপর আকস্মিক হামলা চালিয়েছে একদল শ্রমিক। পূর্ব  নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের  সঙ্গে নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র অবৈধ  ট্রাক ষ্ট্যান্ড এলাকা থেকে ট্রাক উচ্ছেদ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও মেয়রের উপর অতর্কিত  হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে । ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়েছেন একজন পথচারী । এছাড়া শ্রমিকদের হামলায়  গুরুতর আহত হয়েছেন একজন ফটো সাংবাদিক। বর্তমানে বিক্ষুব্ধ শ্রমিকেরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন, ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ আছে।

২ thoughts on “হামলার শিকার হলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক , গুলিবিদ্ধ একজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *