বিচার পেতে হলে আদালত প্রাঙ্গণের ১৮ ঘাটে পয়সা দিতে হয়

ঢাকা: এ দেশের সাধারণ মানুষকে বিচার পেতে হলে আদালত প্রাঙ্গণের ১৮ ঘাটে পয়সা দিতে হয় বলে অভিযোগ করেছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি বলেছেন, উকিল, মুহুরি, পিয়ন, পেশকার, রিকশা, বাসসহ সকল জায়গায় টাকা দিতে হয় একজন বিচারপ্রার্থীকে, এটা কেন?

শনিবার দুপুরে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুল মতিন খসরু বলেন, ভেলেরিকে স্যালুট, অভিনন্দন, জানাই এজন্য যে, সে ভিনদেশ থেকে এসে এদেশে মানবতার সেবায় কাজ করছেন। কিন্তু তার কাছ থেকে আমাদের শিখতে হবে। তার সেবার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমার জানা মতে মৌসুমি নামের একজন অসুস্থ মেয়েকে সুস্থ করে একটি ব্যাংকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। এই হলো ভেলেরি।

বিচার প্রার্থীদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে একজন বিচারপ্রার্থী বিচার চাইতে আসলে তাকে ১৮ ঘাটে পয়সা দিতে হয়। আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ আসে ন্যায় বিচারের জন্য, কিন্তু তারা ন্যায় বিচার না পেয়ে অবিচারের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, অনেক সময় চিন্তা না করেই হাকিম সাহেব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে দেন, একটা বার চিন্তাও করেন না। এটা কি! ন্যায় বিচার কোথায়।

ন্যায় বিচারের জন্য সাধারণ মানুষ আদালতে এসে অবিচারের স্বীকার হচ্ছেন। এগুলা বন্ধ করতে হবে মানুষেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মানবসেবা হবে।

৩ thoughts on “বিচার পেতে হলে আদালত প্রাঙ্গণের ১৮ ঘাটে পয়সা দিতে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *