দুবাইয়ে বিদায় সংবর্ধনা দিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান কে

সংবাদ সংগ্রহঃ রাশেদুল

দুবাইয়ে বিদায় সংবর্ধনা পেলেন বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান কে বিদায় সংবর্ধনা দিলেন

উত্তর আমিরাতেরপ্রবাসী বাংলাদেশীরা। সিরাজুল হক, শারজাহ হলিডে ইন্টারন্যাশনাল হোটেলের

বল রুমে এক জম জমাট অনুষ্ঠানের মাধ্যমে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল

মাসুদুর রহমান কে বিদায় সংবর্ধনা দিলেন দুবাই ও উত্তর আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।

সৈয়দ মাওলানা আব্দুল শুক্কুরের কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান টি যৌথ ভাবে

পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব হাজী শফিকুল ইসলাম ও শাহ মাকসুদ।আয়োজক

কমিটির আহবায়ক ডাঃ সৈয়দ নুর মোহাম্মদ অনুষ্ঠারন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন

বাংলাদেশ দুতাবাসের রাষ্টদুত ডাঃ মোহাম্মদ ইমরান। সংবর্ধিত অতিথি দুবাই কনস্যাল জেনারেল মাসুদুর

রহমান সহ বিশেষ অতিথি ছিলেন ইফতেকার হোসেন বাবুল, দুবাই কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলর

ডঃ এ কে এম রফিক আহম্মেদ, লেবার কনস্যুলার এ এস এম জাকির হোসেন কাউন্সর ডঃ শাহ মোহাম্মদ

তানবির মনসুর, কনস্যাল ও হেড অব সেন্সরি কিরিটি চাকমা, ফাস্ট সেক্রেটারী (লেবার) এ কে এম মিজানুর

রহমান, আয়োজক কমিটির যুগ্ম আহব্বায়ক প্রকৌশলী আবুজাফর, যুগ্ম আহবায়ক প্রকৌশলী জিল­ুর রহমান,

যুগ্ম আহব্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, যুগ্ম আহব্বায়ক আব্দুল আলিম।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম নুরুল ইসলাম, খোরশেদ মোবারক, মোঃ ওসমান, মোহাম্মদ আবু মুছা,

শেখ মোহাম্মদ ইউছুপ, ইকবাল বকুল, আবুল কাসেম, নাসির উদ্দিন তালুকদার, এস এম মইনুল হোসেন মঈন,

আলী আহসান ভুইয়া, হাবিবুল হাবিব, মাসুক আহম্মেদ রুমেল, আহম্মদ আলী জাহাঙ্গীর ও সেলিম উদ্দিন চৌধুরী,

বক্তারা বিদায় অতিথি ও তার সহধর্মিনির বিগত দিনের নানান কর্মকান্ডের সাফল্যের উপর যথেষ্ঠ প্রশংসা করেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাবু সৈবাল বড়য়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *