সিংগাপুরে যৌন হয়রানির জন্য বাংঙ্গালীর জেল

আরো একটি দুঃখজনক ঘটনার জন্ম দিলো একজন বাঙ্গালী

সিঙ্গাপুর – একজন বাংলাদেশী নির্মাণ শ্রমিক একটি ইন্দোনেশিয়ান কাজের মেয়েকে যৌন হয়রানির জন্য শুক্রবার আদালত তাকে দুই মাসের জন্য জেলে দেয়।

আদালতের তথ্যের ভিত্তিতে, একটি গৃহকর্মীকে পছন্দ করে, যখন বাংলাদেশি হালিম মোহাম্মদ আব্দুল, পেইন্টিংয়ে কাজ করছিলো 23, Hougang এর একটি ফ্ল্যাটে।

গত ২৯ অক্টোবর যখন বাংঙ্গালী নির্মান শ্রমিকটি লিফ্ট দিয়ে ১১তলায় নামেন, তখন ২৬ বছর বয়সী হাউজ মেইডটি কে তার কিচেনের দিকে ফিরে শিস দেয়। তাকে ইশারায় কাছে আসার আহবান করে কিন্তু কাজের মেয়েটি তাতে সাড়া দেয়নি।

২০ মিনিট পর কাজের মেয়েটি ময়লা ফেলতে লিফ্ট লবির নিকটে পৌছালে, বাঙ্গালী শ্রমিক হালিম পেছন থেকে তাকে ডাকে এবং তার বাম হাতটি ধরে ফেলে। যখন মেয়েটির দু হাতে ময়লার থলে, এই অবস্থায় মেয়েটির মুখে হাত দেয়, মেয়েটিকে দেয়ালের সাথে চাপাতে থাকে এবং মেয়েটির ঠোটে চুমো দেয়ার চেষ্ঠা করে কিন্তু মেয়েটি তার মুখটি অন্য দিকে ঘুরাতে থাকেন। এরপর পাশের সিড়ি ঘরের দিকে টানতে থাকে মেয়েটিকে। মেয়েটি কোন ভাবে তার থেকে ছুটে যায়। তাতে হালিম ক্ষান্ত হয়নি, পেছন থেকে জামা টেনে ধরে। কাজের মেয়েটির বাসার মেম সাহেব তাকে ডাকার শব্দ শুনতে পেয়ে হালিম তাকে ছেড়ে দেয়।

নির্যাতিতা মেয়েটি তার মালকিন কে ঘটনাটি খুলে বলে, এবং হালিম সে দিন ই এরেষ্ট হয়।

এই ধরনের নির্যাতনের জন্য সর্বোচ্চ ২ বছরের জেল ও বেত্রাঘাত করা আইন রয়েছে সিংগাপুরে। কিন্তু হালিমের ২ মাসের জেল হয়।

সিংগাপুরের সকল প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই, এই ধরনের বেয়াদবদের সর্বোচ্ছ শাস্তির দাবি করছি। এদের জন্য যেন আর আমাদের বাঙ্গালী জাতি কলংকিত না হয়।

প্রবাসনিউজ২৪. কম

রাশেদুল

৪ thoughts on “সিংগাপুরে যৌন হয়রানির জন্য বাংঙ্গালীর জেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.