তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গুলি করে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার কাছে ক্ষমা চাইবে না তুরস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এরদোয়ান এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘আমি মনে করি, কোনো এক পক্ষের ক্ষমা চাওয়া উচিত। তবে সেটা আমরা নই।’
‘যারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমাদের পাইলট ও সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছে,’ যোগ করে এরদোয়ান।
এর আগে আঙ্কারায় এক বৈঠকে এরদোয়ান বলেন, ‘আজ যদি একই ধরনের সীমা লঙ্ঘন করা হয়, তুরস্ক আগের মতোই প্রতিক্রিয়া দেখাবে।’
গত মঙ্গলবার আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে রুশ বিমানটিকে (এসইউ-২৪) গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় ওই বিমানের এক চালক নিহত হন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে ‘পিঠে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছেন। তিনি এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিপরীতে তুরস্ক তাদের পদক্ষেপকে ন্যায্য বলে দাবি করেছে। এমনকি বিমান অনুপ্রবেশের অভিযোগ এনে দেশটিতে থাকা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের কাজকে সমর্থন করেছেন।
Zahidul Islam Shahin liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.