ভারতের সমর্থনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং এখনো টিকে আছে। বিশিষ্ট সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর কথাবার্তার আসরে একথা বলেন।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারেও সেই সমর্থন আছে ভারতের পক্ষ থেকে। সুতরাং চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি একাত্তর সালের সম্পর্কের ভিত্তিতে দেখলে চলবে না বলেও জনাব ঠাকুর মন্তব্য করেন।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে বাংলাদেশের আরও সময় লাগবে-সিপিডি’র এই মন্তব্যকে যথার্থ বলেও তিনি ব্যাখ্যা করেন।
গণতান্ত্রিক সহিষ্ণুতা সরকারের মেধা-মনন-মগজ কোত্থাও নেই,সুতরাং বিশ্বের অসহিষ্ণু দেশের তালিকার শীর্ষে বাংলাদেশের নাম থাকাটা অস্বাভাবিক নয় বলেও দূরদর্শী এই সাংবাদিক মন্তব্য করেন।
Rezina Akhter liked this on Facebook.
Sumon Aminul liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Mahmud Best liked this on Facebook.
Ahmed Mosud liked this on Facebook.