২২ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে।
মো. আলতাফ মোল্লা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান আলতাফ মোল্লা। নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলেন তিনি। এসময় সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে তিনি মারা যান।
বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আসে। রাতে তার নিজের বাড়িতে লাশ নিয়ে আসা হলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান।
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Halim Hossain liked this on Facebook.