মালয়েশিয়ার অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী জাবির আবেদিন।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩১তম সমাবর্তনে ‘বেস্ট ওভার অল স্টুডেন্ট অব ইউনিভার্সিটি এ্যাওয়ার্ড’ গ্রহণ করেন জাবির আবেদিন। সমাবর্তন অনুষ্ঠানে মালয়েশিয়ার পাহাং প্রদেশের রাজা সুলতান হাজী আহমদ শাহ এ পুরস্কার প্রদান করেন।
এছাড়া ৯ নভেম্বর ‘বেস্ট স্টুডেন্ট ওভার অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ পুরষ্কার প্রদান করেন আইআইইউএম এর রেক্টর (ভাইস চ্যাঞ্চেলর) প্রফেসর দাতু শ্রী ড. জালেহা কামারুদ্দিন।
জাবির আবেদিন ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (মেকাট্রোনিক্স) এ অধ্যয়ন করেন। তিনি ‘বেস্ট ওভার অল স্টুডেন্ট এ্যাওয়ার্ড অব ইউনিভার্সিটি’, ‘বেস্ট স্টুডেন্ট ওভার অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ এবং ‘বেস্ট স্টুডেন্ট ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (মেকাট্রোনিক্স)’ এ তিনটি পুরস্কার গ্রহণ করেন।
সমাবর্তন অনুষ্ঠানে ব্যাচেলর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ভ্যালিডিক্টোরিয়ান (বিদায়ী) বক্তব্য দেন বাংলাদেশের এ কৃতি শিক্ষার্থী।
জাবির বিশ্ববিদ্যালয়ে ভাল ফলাফলের জন্য একাডেমীক এক্সিলেন্স এ্যাওয়ার্ড এবং উম্মাটিক স্কলারশিপ প্রাপ্ত হন। তিনি বিভিন্ন কোর্সের প্রোজেক্ট হিসেবে তৈরি করেন ড্রোন এবং রোবট। ড্রোনটির বিশেষ একটি বৈশিষ্ট্য ছিল যেটি শুন্যে ভাগ হয়ে যেতে পারে। এছাড়া জাবির ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ করেন বাহরাইনের একটি পেট্রোম্যাকানিকাল কোম্পানিতে।
পড়ালেখার পাশাপাশি জাবির ডিবেটে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওআইসি ইন্টারভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, মালয়েশিয়ান রয়্যালস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ফিলিপাইন), অস্ট্রাল-এশিয়ান ইন্টারভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (নিউজিল্যান্ড), ইউনাইটেড এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপসহ (ম্যাকাউ, চীন) আরও অনেক ডিবেটে অংশগ্রহণ করে পুরস্কৃত এবং প্রশংসিত হন জাবির।
তিনি বলেন, ভাল ফলাফলের জন্য অবশ্যই প্রথমে আমার বাবা মা এবং আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। এছাড়া ডিপার্টমেন্টের টিচার, বন্ধুদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং মুহাম্মদ আব্দুল লতিফ ভাই (ডিবেট ট্রেইনার) আমাকে অভিভাবকের মত বিভিন্ন সময় দিক নির্দেশনা দেন। যাদের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, ভাল ফলাফলের জন্য টাইম ম্যানেজমেন্ট এবং কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। আমি ‘জিরো সেঙ্কেন্ড ওয়াসটেজ’ পলিসি মেনে চলি। প্রত্যেক সেকেন্ড কাজে লাগানোর চেষ্টা করি। প্রত্যেক ঘণ্টা ডায়েরিতে লিখে আবার তা পর্যালোচনা করি।
ভবিষ্যতে অস্ট্রেলিয়া, কানাডা বা জাপানে ভাল বিশ্ববিদ্যালয়ে তার বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি নিতে চান এবং দেশ জাতির জন্য অবদান রাখতে চান বলে তিনি জানান।
জাবির আবেদিনের জন্ম ১৯৯৩ সালে বাহরাইনের সালমানিয়াতে। জাবির দ্যা ইন্ডিয়ান স্কুল, বাহরাইন থেকে মাধ্যমিক (২০০৮) এবং উচ্চ মাধ্যমিক (২০১০) পাশ করেন। তার বাবা জয়নাল আবেদিন এবং মা সোহেলা ইয়াসমিন। বাবা জয়নাল আবেদিন বাহরাইনে ওয়ার্কস এন্ড হাউজিং মন্ত্রণালয়ের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিন ভাই এবং এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুঁইয়ার উত্তর জয়লস্কর। উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠানে তার বাবা মা উপস্থিত ছিলেন।
Moin Ahmed liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
Safiya Joly liked this on Facebook.
Mungu Mia liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.
Arif Islam liked this on Facebook.