জাবিতে ছাত্রদলকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ, পাল্টা হুঁশিয়ারি

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের এক কর্মীকে পিটিয়েছে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেহের চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদল কর্মী ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের আইন ও বিচার বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ক্লাস শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগকর্মী জাবেদ সজল সহ ১৫-২০ জন ইকবালের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইকবালকে বেধড়ক মারধর করে। মারধরের এক পর্যায়ে ওই ছাত্রদলকর্মী দৌড়ে পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জাবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাকিরুল ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রলীগের যেসব চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্রদল নেতা-কর্মীদের উপর এ ধরনের বর্বরোচিত ঘটনা ঘটাচ্ছে তাদের তালিকা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

One thought on “জাবিতে ছাত্রদলকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ, পাল্টা হুঁশিয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *