বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ দলীয় মনোনয়নে আসন্ন পৌরসভা নির্বাচন সুঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
হান্নান শাহ বলেন, সরকার তাড়াহুড়া করে পৌর সভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এতে করে আমরা গন্ধ পাচ্ছি, অতীতের ন্যায় তারা (সরকার) দলীয়করণ করবে। আগে তো তারা প্রার্থীদের সমর্থন দিতো, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এবার তো সরকারের তরফ থেকেই সরাসরি মনোনয়ন দেয়া হচ্ছে।
তিনি বলেন, তাই আমাদের আশঙ্কা- আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু ভাবে হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা এবং নিরপেক্ষভাবে হবে কিনা। এই নির্বাচন সুষ্ঠু হবে সেটা সম্পর্কে অন্ততপক্ষে আমরা সন্দিহান।
দুপুরে জজ কোর্টে ঢাকা আইনজীবী সমিতির ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট লুত্ফে আলম, হারুনুর রশীদ খান, খোরশেদ আলম, হাজী মো. মহসিন মিয়া, ফখরুল হোসেন ফকীর, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন, শাম্মী আখতার, খন্দকার দিদারুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
আসম হান্নান শাহ বলেন, আমরা দেখিছি, নির্বাচন কমিশন অতীতে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। তাই আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচন আসছে, তা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান। আওয়ামী লীগ গণতন্ত্র নয়- তথাকথিত সমাজতন্ত্র চায় যে সমাজতন্ত্র একদিন অনেকে চেয়েছিলেন।
তিনি বলেন, এই সরকারের লক্ষ্য একটাই-জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উত্স মনে করেন। তাই তাদের ভয় ও শঙ্কা। বর্তমান সরকার তারেক আতঙ্কে ভুগছে। নেত্রীকে (খালেদা জিয়া) তো ভয় করেই। তারা তারেক রহমানকে আরো বেশি ভয় করে। আলোচনা সভায় তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের অংশ নেন আইনজীবীরা।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর তারেক রহমানের ৫১তম জন্মদিন ছিলো।
Moin Ahmed liked this on Facebook.
Masud Mia liked this on Facebook.
Rabiul Awal Sarkar liked this on Facebook.
Zahirul Islam Johir liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.