মানুষ হত্যা ইসলামের শিক্ষা নয়: আমির খান

ঢাকা: বিশ্বজুড়ে ইসলাম কিংবা ধর্মের নামে যে হত্যাযজ্ঞ প্রায়শই ঘটে চলেছে তা কখনোই ধর্মীয় সিদ্ধিলাভের জন্য নয়, বরং বিকৃতচিন্তা চরিতার্থ করতেই এমনটি ঘটছে। তাছাড়া মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম কখনোই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

সম্প্রতি আমির খান হাজির হয়েছিলেন ‘রামনাথ জয়েনকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে। আর সেখানেই বিভিন্ন প্রশ্ন করা তাকে, এমনকি সম্প্রতি প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে আমির বলেন, আমি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোই জানি। ইসলামের নামে পৃথিবীজুড়ে যা হচ্ছে, তা কখনোই ইসলাম সমর্থন করে না। যে ব্যক্তি কোরান আকড়ে ধরে মানুষ খুন করে, সে হয়তো ভাবছে ইসলামের জন্য সে এগুলো করছে, কিন্তু আমি একজন মুসলমান হিসেবে বলছি, ইসলাম কখনোই এগুলো সমর্থন করে না।

এমনকি বিশ্বজুড়ে কোনো খুন খারাবি হলেই যে মুসলমানদের উপর দোষ চলে আসে সে বিষয়েও নিজের বক্তব্য দিয়েছেন আমির খান। এ প্রসঙ্গে আমির বলেন, যারা নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করছে, আমি মনে করি তারা মুসলিম নয়। সবার মত এসব সহিংস হত্যাকাণ্ডে আমিও উদ্বিগ্ন। কিন্তু যারা মানুষ হত্যা করছে তারা যে মুসলমান, তাতো প্রমাণ হচ্ছে না। তাহলে কিভাবে মুসলমানের নামে এসব হত্যার দায় চাপিয়ে দেয়া হয়? মুসলমানের নামে এগুলোকে আমির খান ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন। তাছাড়া হত্যাকারীদের মুসলমান হিসেবে নয়, বরং টেরোরিস্ট হিসেবেই যেন চিহ্নিত করা হয় সে কথাও জানান।

এছাড়া ধর্মীয় গোড়ামি এবং কট্টর পন্থা নিয়ে তার ভয়ের কথাও সরাসরি বলেন আমির। আজকে যা ‘আইএস’, পরশু তা অন্য সংঘটনের নামে আসবে; এটাতো স্রেফ উগ্র চিন্তার ফসল। ধর্মীয় এমন উগ্রচিন্তা সব ধর্মেই কমবেশী আছে। আর এই উগ্রচিন্তাটাই আসলে এখন ভয়ের কারণ।

অন্যদিকে অসহিষ্ণুতার প্রশ্নে বলিউড বাদশাহ শাহরুখ খানের পর এবার মুখ খুলে তোপের মুখে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। রাখডাক না রেখেই তিনি রাষ্ট্রব্যবস্থা অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য করেছিলেন। তার এমন মন্তব্যের পর ভারতজুড়ে আলোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এরইমধ্যে আমিরকে ভারত ছাড়ার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে ‘দঙ্গল’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন আমির খান। মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। ২০১৬ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৭ thoughts on “মানুষ হত্যা ইসলামের শিক্ষা নয়: আমির খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *