প্রবাসিদের জীবনে সময়টা খুব নির্মমতার সাথে অতিবাহিত হয়।এই নির্মম সময়ের কোন হিসাব খুজে পাওয়া যায় না। তবে সময়ের হিসাব মাঝে মাঝে খুজে পাওয়া গেলেও প্রবাস জীবনের হিসাবটা খুজে পাওয়া যেন ২৪ তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে বেচে থাকার আশা করার মত।তাইতো আমরা প্রবাসিরা প্রতিনিয়তই জীবনের হিসাব মিলানোর জন্য অংক কষি। কিন্তু প্রবাস জীবন নামক অংকের যে হিসাব কিছুতেই মিলতে চায় না।প্রবাস জীবন নামক এই অংকটা এমন একটি অংক যেটা কোন পাটিগনিত, বীজগনিত, সম্পাদ্য, উপপাদ্য এমনকি হিসাববিজ্ঞান এর মত কোন অংকের মধ্যেও পড়ে না। এগুলোর মধ্যে হলে একটু চেস্টা করে হলেও মিলিয়ে নেওয়া যেত। কারন বইয়ের অংকের হিসাব মিলানো জন্য কোন না কোন সূএ ব্যবহার করা যায়।সেই সূএ ব্যবহার করলেই হিসাবটা মিলে যায়। কিন্তু আমি আমার প্রবাস জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, এই কঠিন প্রবাস জীবন নামক অংকের হিসাব মিলানোর জন্য আধো কোন সূএ আবিস্কার হয়েছে কিনা আমার তা জানা নেই। যদি এরকম কোন সূএ থাকতো তাহলে না হয় সেই সূএ ব্যবহার করে প্রবাস জীবনের হিসাবটা মিলিয়ে নিতে পারতাম। তবুও আমরা প্রবাসি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই জীবনের হিসাব মিলানোর জন্য অংক কষে যাচ্ছি। জানি এই অংকের হিসাব কোনদিন ও মিলবে না,কোন ফলাফল ও আসবে না, আর যদিও আসে সেই ফলাফলটা হবে নিশ্চিত শূন্য।
লেখক -কাজী সজীব সিঙ্গাপুর
প্রবীসনিউজ২৪.কম ।রিয়াজ
Kazi Sajib liked this on Facebook.
https://m.facebook.com/story.php?story_fbid=459031694287885&id=100005431751822&refid=17&_ft_=top_level_post_id.459031694287885%3Atl_objid.459031694287885%3Athid.100005431751822%3A306061129499414%3A2%3A0%3A1448956799%3A6435430252965473615&__tn__=%2As
Aslam Hussien liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Mizan Khan liked this on Facebook.
Ashraf Ashraf liked this on Facebook.
Ramjan Ali liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.
Ashfak Amin Khan Mahi liked this on Facebook.
Gaffar Ali liked this on Facebook.
Abdul Mannan liked this on Facebook.