ইত্যাদি এবার নোয়াখালীতে : প্রচারিত হবে ২৭ নভেম্বর

ঢাকা:

শ্রেণি নির্বিশেষে সব মানুষের প্রিয় অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। দর্শক ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রায় বিশ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ইত্যাদির ধারণ উপলক্ষ্যে সেদিন বর্ণিল আলোয় সাজানো দৃষ্টিনন্দন মঞ্চে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। শেকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। এতে তাদের কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। ইত্যাদি মনে করে, যারা কাজ করেন তারা প্রচারে বিশ্বাস করেন না। তাদের কর্মই বলে দেয় তিনি কি করছেন। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রশিদের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

দেশের মত বিদেশেও বিশ্বখ্যাত ও দৃষ্টিনন্দন স্থানে গিয়ে তথ্যবহুল প্রতিবেদন, বিভিন্ন পর্ব ও গান ইত্যাদিতেই প্রথম প্রচার শুরু হয় দুই যুগ আগে থেকেই। দীর্ঘদিন পর দর্শকদের অনুরোধে আবারো গত পর্ব থেকে ইত্যাদিতে বিদেশী প্রতিবেদন দেখানো শুরু হয়েছে। এবারের বিদেশী প্রতিবেদনে রয়েছে, দালালদের প্রলোভন ও প্রতারণার স্বীকার হয়ে যারা পাচার হয়ে যায় তাদের দুর্দশার করুণ চিত্রের উপর বাংলাদেশ, তুরস্ক ও গ্রীসের সীমান্ত এলাকায় ধারণকৃত একটি তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন। ফেরীতে যানবাহন এবং যাত্রী পারাপার প্রায় সবার কাছেই একটি পরিচিত দৃশ্য হলেও এবারের ইত্যাদিতে দেখা যাবে ফেরীতে করে রেল পারাপারের দৃশ্য। কোলাহল মুক্ত, বনভূমি পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ ‘নিঝুম দ্বীপ’ এর উপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম ইকবালের প্রকৃতি ও পাখী প্রেমের উপর একটি সচেতনতামূলক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। যেহেতু ইত্যাদি এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয়, তাই চেষ্টা করা হয় সেই অঞ্চলের কিছু বৈশিষ্ট্য গানে ফুটিয়ে তুলতে। সেই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’তে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় নোয়াখালীকে নিয়ে একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশগ্রহণ করেছেন স্থানীয় একদল শিল্পী। গানটির সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। গানটির সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী যেই স্থানে ইত্যাদি ধারণ করা হয় সেই স্থানকে ঘিরে দর্শকদের বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তর দাতাদের দিয়ে করা হয় ২য় পর্ব। এবারও তার ব্যতিক্রম হয়নি। নোয়াখালীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৬ জন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের সঙ্গে ২য় পর্বে অংশগ্রহণ করেছেন বৃহত্তর নোয়াখালীর গুণী শিল্পী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন। মাহফুজ আহমেদ এবং তারিন দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন। তাদের সংলাপ ও অভিনয় দেখে দর্শকরা মুহুর্মুহু করতালি দিতে থাকেন। এরপর আমন্ত্রিত দর্শকরাও তাদের সঙ্গে যোগ দেন।

নিয়মিত পর্ব হিসেবে রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল/সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টক শো’র প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, সুশীলের অশ্লীল কর্মকান্ড, ডাক্তারের সিরিয়াল সমস্যা, শেখার বিভিন্ন দিকসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। এ পর্বটি পুনঃপ্রচার হবে আগামী ৬ ডিসেম্বর, রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর।

ছবি : ইত্যাদি।

৫ thoughts on “ইত্যাদি এবার নোয়াখালীতে : প্রচারিত হবে ২৭ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *