আমরা আইএস’কে ধ্বংস করব: ওবামা

ঢাকা: ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট’কে (আইএস) ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি এই কাজে রাশিয়ার সহায়তা কামনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কোনোরকম ছাড় দেবে না। তিনি ওই চরমপন্থি দলের নেতাদের খুঁজে বের করা এবং ওই গোষ্ঠীর অর্থের উৎস বন্ধ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

রোববার মালয়েশিয়ায় আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেছেন,‘ আইএসকে ধ্বংস করা এখন আর বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয়, আমরা তাদের ধ্বংস করতে চলেছি।’

তিনি জোর দিয়ে বলেন,‘আমরা তাদের ধ্বংস করব। সম্প্রতি তারা যেসব ভূখণ্ড দখলে নিয়েছে সেগুলো থেকে তাদের উৎখাত করব, তাদের অর্থের উৎস বন্ধ করব, নেতাদের খুঁজে বের করব, তাদের নেটওয়ার্ক ও জঙ্গি সরবরাহ লাইন চূর্ণ করাসহ আমরা তাদের সমূলে ধ্বংস করব।’

রাশিয়া সহায়তা করলে আইএস জঙ্গিদের দমনের কাজ সহজ হবে বলেও মনে করেন ওবামা। একই সঙ্গে সিরিয়ায় নেতৃত্ব বদলের প্রস্তাবে মস্কো রাজি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

৩ thoughts on “আমরা আইএস’কে ধ্বংস করব: ওবামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *