ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।
এছাড়া আগামীকাল রোববার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Md Azizul liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Junayed Newas liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.