শহরের শীর্ষ মাদক সম্রাজ্ঞী আঊষা রাখাইনকে (৩৬) দু’কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও টাকাসহ আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আঊষা রাখাইন কক্সবাজার শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ার ছৈয়দ শাকিল আহম্মদের স্ত্রী।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাড়ি থেকে আঊষা রাখাইনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৭৫ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৮০টি ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক আঊষা রাখাইন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ বিগত ২০১৪ সালের ২৫ জুলাই র্যাবের অভিযানে আঊষা রাখাইন ও স্বামী শাকিলসহ তাদের আরও ২ সহযোগীকে আটক করা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, হেরোইন ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটক আঊষা রাখাইন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। আগেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মাদক আইনে কক্সবাজার সদর থানায় ৮টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
Sharmaine Jahan liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Ruhul Amin Robel liked this on Facebook.