সালাউদ্দিন কাদেরকে নিয়ে কেরিকে ম্যাককেইনের চিঠি

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরিকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি অন আর্মড সার্ভিসেসের চেয়ারম্যান জন ম্যাককেইন ও র‌্যাঙ্কিং মেম্বার জ্যাক রিড। সম্প্রতি লেখা এক চিঠিতে তারা বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট নিয়ে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে আমরা আপনাকে লিখছি। সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগে দোষী না নির্দোষ তা নিয়ে উল্লেখযোগ্য সন্দেহ থাকা সত্ত্বেও অত্যাসন্ন মৃত্যুদণ্ডের মুখোমুখি রয়েছেন।
মি. চৌধুরীকে বিচার ও দণ্ডিত করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার উদ্দেশ্যে এ ট্রাইব্যুনাল গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তবে, আসামিপক্ষের বিরুদ্ধে প্রক্রিয়াগত পক্ষপাতের জন্য আইসিটির ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও র‌্যাংকিং মেম্বার হিসেবে আমরা এসব ঘটনাপ্রবাহে উদ্বিগ্ন। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য সহায়তার সমর্থন দিয়ে এসেছি। দেশটির মানুষের বিরাট প্রয়োজনকে স্বীকৃতি দিয়ে আসছি। এছাড়াও প্রতিরক্ষা ও সামরিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বলিষ্ঠ সম্পর্ককে সমর্থন দিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের অংশীদাররা মানবাধিকার আর ন্যায়বিচারের বুনিয়াদি মূলনীতির প্রতি সম্মান দেখাবে। একইসঙ্গে, মি. চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে আর কোন পদক্ষেপ বিলম্ব করতে, তার মামলা নিবিড়ভাবে পুনর্নিরীক্ষণ করতে এবং আইসিটির পক্ষপাতহীনতা এবং যথাযথ প্রক্রিয়ার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয়ার জন্য আমরা আপনাকে আহ্বান জানাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর বিলম্ব করতে কমিটি অন দ্য জুডিশিয়ারি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশনস সাব-কমিটির র‌্যাঙ্কিং মেম্বার প্যাট্রিক লিহি চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে।




১৩ thoughts on “সালাউদ্দিন কাদেরকে নিয়ে কেরিকে ম্যাককেইনের চিঠি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *