রাজধানীতে হরতাল বিরোধী মিছিলে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি: ১ জন গুলিবিদ্ধসহ আহত ১০

imageরাজধানীর রামপুরায় হরতাল বিরোধী মিছিল করতে গিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে একে অপরের ওপর হামলা,সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
এঘটনায় এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ ও যুবলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার নাম সেলিম (২২)। আহত অন্যরা হলেন, নিপুন (২২), আরিফ (১৮), জহির উদ্দিন (৩৫), জাহাঙ্গীর (২৮) ও সোয়েব আহমেদ (২৮)। আহতরা সবাই যুবলীগের নেতা কর্মী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড এলাকায় যুবলীগের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালালে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, যুবলীগ রইছ গ্রুপের একটি দল রামপুরায় হরতাল বিরোধী মিছিল বের করে। এসময় মিছিলটি ডিআইটি রোড এলাকায় আসলে রামপুরার ছাত্রলীগের তপু গ্রুপের একটি দল মিছিলটিতে হামলা চালায়। এসময় তারা বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যুবলীগের মিছিল ছাত্রলীগের হামলায় ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
এইদিকে রামপুরা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা মাহবুব বলেন, হরতাল বিরোধী এই মিছিলে হামলাকারীরা ছাত্রলীগের বহিস্কৃত নেতা। তাদের এই আক্রমণে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হলেও ঢামেকে ৫ জন চিকিৎসা নিচ্ছেন।




৫ thoughts on “রাজধানীতে হরতাল বিরোধী মিছিলে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি: ১ জন গুলিবিদ্ধসহ আহত ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *