মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ন্যায়বিচার পাননি, তার অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পেয়েছে বলে দাবি করেছে তার দল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জমাান রিপন এ দাবি করেন। সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হওয়ার একদিন পর দলটির পক্ষ থেকে এই প্রথম আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হল। ড. রিপন বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ তিনি নিজেকে নির্দোষ প্রমাণে যেসব দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো বিবেচনায় নিলে হয়ত ন্যায়বিচার পেতেন, ফাঁসি হতো না। কিন্তু তাকে অপরাধী বিবেচনায় না নিয়ে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি পারসিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ট ড. ওসমান ফারুক, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
Moin Ahmed liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
MD Golam Rabby liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
সিরাজুল ইসলাম liked this on Facebook.
Abdul Halem Bablu liked this on Facebook.
MD Ahmed liked this on Facebook.