বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যামিরেটসের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরছেন। তার অাইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ একথা জানিয়েছেন। দেশে ফিরেই তিনি দুর্নীতির দুই মামলায় হাজিরা দিবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বেগম জিয়া আপোষহীন নেত্রী। তিনি কখনো ষড়যন্ত্র সহ সন্ত্রাসে বিশ্বাস করেন না। আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্য বলেন, অনেকে ভয় দেখিয়েছেন আবার কেউ হুমকি দিয়েছেন। এইসবে নেত্রী ভয় করেন না। তিনি দেশে গণতন্ত্র পিরিয়ে আনতে বদ্ধ পরিকর।
Moin Ahmed liked this on Facebook.
Md Shohag liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Abdul Halem Bablu liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.