সিংগাপুরে উডল্যান্ড ওয়াটার ফ্রান্ট প্রবাসী পরিবার “পিবিপি”

imageসিংগাপুরে উডল্যান্ড ওয়াটার ফ্রান্ট প্রবাসী পরিবার “পিবিপি” আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। একটি বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে, সুন্দর ও সফল অনুষ্ঠান সমাপ্ত করতে পারায় সকলে সুকরিয়া জ্ঞাপন করেন মহান রাব্বুল আলামিনের নিকট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম এবং সঞ্চালনে ছিলেন মোঃ শরীফ ও আলমাস। বিকাল ০৫:৩০মিনিটে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর, বাশির সুরে জাতীয় সংগীত পরিবেশন এবং এরপর থেকে অনুষ্ঠান সূচি অনুযায়ী কবিতা আবৃতি, গান ও অভিনয় চলতে থাকে রাত ১০টা পর্যন্ত।
সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং পাশাপাশি আগামী দিনে আরো ভাল কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি। অনুষ্ঠান শেষে সকলের মাঝে KFC বিতরন করা হয়।

বিঃদ্রঃ আগামী নিউ নিয়ার উপলক্ষ্যে পিবিপি’র পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

 

 

প্রবাসনিউজ২৪.কম -রিয়াজ

৭ thoughts on “সিংগাপুরে উডল্যান্ড ওয়াটার ফ্রান্ট প্রবাসী পরিবার “পিবিপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *