তবে কি আমরা প্রবাসীরা বলবো, প্রবাসেই ভালো আছি???


অনেক বছর আগের কথা, হঠাৎ যখন প্রবাসে আসার বন্দবস্ত চূড়ান্ত, আমি এয়ারপোর্ট আসবো। আমার মা ও সংঙ্গে আসবেন। বাড়ির সামনের বাসস্টপ হতে বাস ছেড়ে আসছে ঢাকার দিকে, ৪~৫ ঘন্টার পথ ঢাকা পৌছাতে, এমন ১টি মিনিট ছিল না, যা আমার মনে পড়ে আমি কান্না করি নাই।

মনে হয়েছে বার বার, এটাই বুঝি সত্যি কারের দেশপ্রেম??

কখনো নয়নের বারি ঝরেছে, আবার কখন ও হ্রদয়ের। বার বার মনে হয়েছে আমি আমার স্বাধীনতা, চির চেনা মেঠো পথ, বন্ধু মহল, খেলাধুলা, আরাম, আয়েশ সব জলাঞ্জলি দিয়ে যাচ্ছি। আমি কোথায় যেন চলে যাচ্ছি, আবার কবে আসবো ফিরে, আমার ধান ক্ষেতে ফুটবল আর স্কুল বা কলেজ মাঠে ক্রিকেট খেলতে। ঈদের নামাজের পর বন্ধুদের নিয়ে বাড়ি বাড়ি বিচরন, নানা রকমের খাওয়া দাওয়া হয়তো আর হবেনা। আজ সে গুলো কেবই স্মৃতি।

আজ দেশের যে পরিস্তিতি তাতে মনে হয় দূর প্রবাসে হয়তো অনেক ভালো আছি।

দেশে আজ কারো নিরাপত্তা নেই। স্বাধীন ভাবে কথা বলার সুযোগ নেই। মুসলমান হিসেবে জন্ম গ্রহন করা হয়তো ভুল হয়েছে, কেউ যা বলতে চায়, তাই সবার উপর চাপিয়ে দেয়া হচ্ছে। আজ অরাজনৈতিক বলে কোন শব্দ কোথা ও নেই। দেশে অনেক বৈষম্য দেখতে ও শুনতে পাচ্ছি। যা গনতান্ত্রিক একটি দেশের জন্য কাম্য নয়।

হে “প্রবাস” তোকে বহু আগে ত্যাগ করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।

আমার স্বাধীন চেতা মন মানেনা বারোন, বার ছুটে চলতে চায় স্বদেশ পানে…… কিন্তু কিভাবে???

আমাদের যে কালচার শুরু হয়েছে, কুকুরের সাথে বাস করতে হলে তো কুকুর ই হতে হবে। চাই না, চাই না, সে রকম কিছু নিজেকে নিয়ে। সে রকম ভাবতে ও লজ্জা লাগে……. থাকতে চাই একজন সাধারন মানুষ হয়ে, যে কিনা থাকবে দল মতের উর্ধ্বে সবার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে। ভালো মানুষ গুলো একবার খারাপ হয়ে গেলে তাদের চেয়ে খারাপ আর কেউ থাকে না।

তবে কি আমরা প্রবাসীরা বলবো, প্রবাসেই আমরা ভালো আছি???

এখানে নেই কোন ধাওয়া পাল্টা ধাওয়া। নেই কোন মিটিং মিছিল, সহিংসতা বা বোমা হামলা। এখানের অক্সিজেন অভাব নেই, ভেজাল মুক্ত খাবার, উন্নত স্বাস্থ্য সেবা। প্রিয় বন্ধু পুলিশ। যাদের কাজ জনগন ও আগুন্তুকের নিরাপত্তা নিশ্চিত করা। কি নেই এখানে আমার প্রিয় মানুষ গুলো ছাড়া……

লেখক-রাসেদুল ইসলাম সিঙ্গাপুর

 

প্রবাসনিউজ২৪.কম – রিয়াজ

১৭ thoughts on “তবে কি আমরা প্রবাসীরা বলবো, প্রবাসেই ভালো আছি???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *