ঢাকা: ক্রিকেট উন্মোদনা বাড়াতে আবারো দরজায় কড়া নাড়ছে বিপিএল। টানা দুই আসরের পর একটা বিরতি নিয়ে আবারো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএলে ৬টি ফ্যাঞ্চাইজি অংশ নিতে যাচ্ছে। তার মধ্যে বরিশাল বুলস অন্যতম। দেশের দক্ষিণ অঞ্চলের বিভাগ বরিশালের দল এবার তাদের নতুন নাম নিয়ে নতুন উন্মাদনায় মাঠ কাঁপাবে। এক্সিওম টেকনোলজির মালিকানাধীন এ ফ্যাঞ্চাইজিতে থাকছেন দেশের একঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটার। আর এবারের আসরে বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। থাকছেন ব্রেন্ডন টেলরসহ পরিক্ষীত ক্রিকেটাররাও।
দর্শকদের নির্মল আনন্দ দিতে মাঠে নামার প্রস্তুতির আগে সমর্থকদের নিয়ে বরিশাল বুলসের ব্যতিক্রমধর্মী আয়োজন করে বরিশাল বুলস বাই ফ্রেন্ডস অফ ব্লাড। গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌ-র্যালিতে অংশ নেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিজ ও জাতীয় দলের অলরাউন্ডার সোহাগ গাজী।
বর্ণাঢ্য এই র্যালির স্লোগান ছিল, ‘মোরা সবাই বরিশাইল্লা কাপ লইয়া যামু চইল্লা’।র্যালি পরবর্তীতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শাহরিয়ার নাফিজ ও সোহাগ গাজী।
Rubel Gazi Shanto liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Monir Akbor liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.