সিঙ্গাপুর শ্রম বাজার এবং বাংলাদেশ সরকারের পদক্ষেপ
মো: তাজুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী
সাউথ ইস্ট এশিয়ার খুব ক্ষুদ্র একটি দেশ সিঙ্গাপুর যার আয়তন প্রায় ৭১০ স্কয়ার কিলোমিটার। দেশটির সর্বমোট জনসংখা প্রায় ৫ মিলিয়নের মত. আয়তনে খুব ছুট হলেও বিভিন্ন কারনেই সিঙ্গাপুর আজ বিশ্বের মধ্যে একটি অন্যতম সফল রাষ্ট।
আশ্চর্যের বিষয় হলো, দেশটি অনেকাংশেই বিদেশী শ্রমিকের উপর নির্ভরশীল। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১.৩২ মিলিয়ন বিদেশী শ্রমিক যারা বিভিন্ন পেশায় নিয়জিত আছেন। নির্মান ইন্ডাস্ট্রি, মেরিন ইন্ডাস্ট্রি, প্রসেস ইন্ডাস্ট্রিসহ অন্যান্য প্রায় সব ইন্ডাস্ট্রিতেই বিদেশী শ্রমিক দেখা যায়.
এই বিশাল শ্রমবাজারে বাংলদেশও পিছিয়ে নেই. বর্তমানে প্রায় ১ লক্ষ্য ৬০ হাজার বাংলাদেশী সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। ২০১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশ সরকারের সিঙ্গাপুর থেকে রেমিটান্স আয় হয় প্রায় ৪২৯.১১ মিলিয়ন ইউ.এস. ডলার যা মোট রেমিটান্সের প্রায় ৩.০২%.
শুধু শ্রম বাজারই নয়, অন্যান্য দিক দিয়েও সিঙ্গাপুর রাষ্ট্র বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। ২০১৩-১৪ সালে দুই দেশের ট্রেড লেনদেনের পরিমান প্রায় ২.৫ বিলিয়ন ইউ.এস. ডলার। সিঙ্গাপুর বাংলাদেশের জন্য একটি অন্যতম ইনভেস্টর রাষ্ট্রও। বর্তমানে বাংলাদেশে সিঙ্গাপুরের মোট ইনভেস্টের পরিমান প্রায় ৭০০ মিলিয়ন ইউ.এস. ডলার।
কিন্তু দুঃখের বিষয় হলো, বিগত প্রায় সব সরকারের আমলেই সিঙ্গাপুরের সাথে সম্পর্ক উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হয় নেই। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সিঙ্গাপুরে রাষ্টীয় সফরে দেখা গেলেও বাংলাদেশের সরকার প্রধানদের দেখা গেছে শুধু ভ্রমন বা চিকিত্সার জন্য সিঙ্গাপুরে এসেছেন। শুধু তাই নয়, গত এক দশকে কয়েকটি সম্মেলনে যোগদান ছাড়া দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কোন দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলে শোনা যায় নেই. যদিও অনেক দিন থেকেই বাংলাদেশী শ্রমিকরা এখানে বেতন বৈসম্মের শিকার। তাছাড়া কোটা সমস্যা তো আছেই।
এটা কার ব্যর্থতা ধরে নিব. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় নাকি সিঙ্গাপুরে নিয়জিত বাংলাদেশী হাই কমিসনারের ? সিঙ্গাপুরের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের কি কিছুই করার নেই ?
প্রবাসনিউজ(রিয়াজ)
Firoj Mahmod Rasal liked this on Facebook.
Md Alamin liked this on Facebook.
Rabiul Awal Sarkar liked this on Facebook.
Aysha Khaled liked this on Facebook.
Shah Nawaz liked this on Facebook.
Mohammad Shahidul Islam liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Hossain Mms Hossain Mma liked this on Facebook.
Md Tajul Islam liked this on Facebook.
Shahadat Rubel liked this on Facebook.