ঢাকা: ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত শিল্প-সংস্কৃতির পীঠস্থান প্যারিস। পৃথক হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১২৯ জন। এই ভয়ানক হামলা তিনটি প্রশিক্ষিত জঙ্গি দল চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রথমে আটজন বলা হলেও সাতজন জঙ্গি সদস্য হামলায় নিহত হয়েছেন। ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, তার দেওয়া তথ্য অনুযায়ী- এতে আহত হয়েছেন ৩৬২ জন। যার মধ্যে গুরুতর ৯৯ জনের মতো। তাদের চিকিৎসা চলছে।
তার আগে জাতির উদ্দেশে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আইএস জঙ্গি দল।
শুক্রবার দিনগত রাতে প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
Laltu Hossain liked this on Facebook.
Akram Jakir liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Helal Ahmed liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
Md Rabbil Hossain liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.