তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা

ঢাকা: ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত শিল্প-সংস্কৃতির পীঠস্থান প্যারিস। পৃথক হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১২৯ জন। এই ভয়ানক হামলা তিনটি প্রশিক্ষিত জঙ্গি দল চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর।

শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রথমে আটজন বলা হলেও সাতজন জঙ্গি সদস্য হামলায় নিহত হয়েছেন। ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, তার দেওয়া তথ্য অনুযায়ী- এতে আহত হয়েছেন ৩৬২ জন। যার মধ্যে গুরুতর ৯৯ জনের মতো। তাদের চিকিৎসা চলছে।

তার আগে জাতির উদ্দেশে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আইএস জঙ্গি দল।

শুক্রবার দিনগত রাতে প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

১০ thoughts on “তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *