এক শিশু দুই মাথা, চিকিৎসা চলছে ঢামেকে

ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। বর্তমানে ওই কন্যা শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুটির বয়স মাত্র দুইদিন।

ঢামেকের ডা. মিজানুর রহমান এ বিষয়ে বলেন, ‘শিশুটি অবস্থা কিছুটা ক্রিটিক্যাল হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘সার্জারির জন্য সিদ্ধান্ত নিতে একটি মেডিকেল টিম গঠন করা হবে। তারাই শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। তবে শিশুটির অবস্থা ভালো বলে মনে হচ্ছে না।’

এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে ফেরদৌসী বেগম (২৬) নামে এক নারী এই কন্যা শিশুর জন্ম দেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহিন এলাকার মো. জামাল মিয়ার স্ত্রী।

এ বিষয়ে শিশুটির বাবা জামাল মিয়া জানান, বুধবার বিকেলের দিকে স্ত্রীকে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই মাথা বিশিষ্ট শিশুটির জন্ম হয়।

এ ব্যাপারে ওই হসপিটালের ডা. হালিমা নাজনীন মিলি বলেন, ‘আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ফেরদৌসীর গর্ভে জমজ সন্তান দেখা গিয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয় তার।’

এর আগে গত ৮ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের প্রিন্স হাসপাতালে দুই মাথা ও চার হাত বিশিষ্ট এক শিশুর জন্ম হয়। শিলা আক্তার সুমি নামের এক নারী ওই শিশুটির জন্ম দেন। শিশুর বাবা সদর উপজেলার চাপড়ি গ্রামের সাজেদুল মণ্ডল।

৭ thoughts on “এক শিশু দুই মাথা, চিকিৎসা চলছে ঢামেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *