ঢাকা: ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সংসদীয় আসন শূন্য ঘোষণার জন্য জারিকৃত রুলের শুনানিতে ব্রিবতবোধ করেছেন হাইকোর্টের বিচারপতি।
বৃহস্পতিবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চে রুল শুনানিতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে এর আগে একটি রিট আবেদন করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিচারপতি এ কে এম সাহিদুল হক এ মামলা শুনতে বিব্রবতবোধ করেছেন। তাই নিয়ম অনুসারে রিট মামলাটি শুনতে এ মামলাটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করবেন।
এর আগে অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর বিরুদ্ধে রিট দায়ের করেন ওই আইনজীবী। পরে রিটের শুনানি শেষে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল জারি করেন।
উল্লেখ্য, এর আগে আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, প্রথম আলো পত্রিকায় এসেছে নিজামউদ্দিন হাজারী একটি অস্ত্র মামলায় সাজা কম খেটেছেন। এক্ষেত্রে তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন। কারণ, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড হয় তার।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হওয়া মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল তাকে ওই সাজা প্রদান করেন। উভয় দণ্ড একসঙ্গে চলবে বলেও আদালত রায় দেন। অর্থাৎ ১০ বছর সাজা ভোগ করবেন নিজাম হাজারী।
১০ বছর সাজা ভোগের হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। অথচ নিজাম হাজারী সাজাও কম খাটেন আবার সংবিধানও অম্যান্য করেন। তাই তার পদ অবৈধ দাবি করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
Rashed Khann liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Tanha Tanha liked this on Facebook.
HM Chowdhury liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.