নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে জুমার নামাজের পর আদালতে উঠানো হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান। তিনি জানান, ইতোমধ্যে নথি প্রস্তুত করা হচ্ছে।
এদিকে সকাল সাড়ে ১০টায় আদালতপাড়ায় সাংবাদিকদের নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন বলেন, ‘আলোচিত ৭ খুনের দু’টি মামলাতেই গ্রেপ্তারকৃত ২১ আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ১৪ জন সাক্ষি স্বীকারোক্তি দিয়েছেন। নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা পেন্ডিং রয়েছে। যার মধ্যে ১১টি মামলা সিদ্ধিরগঞ্জ থানায় ও দু’টি ফতুল্লা মডেল থানায়। ১০টি জিআর মামলা, দু’টি সিআর মামলা ও একটি কনভিকশন হয়েছে। ওই ১৩টি মামলাতেই নূর হোসেনের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ওই ১৩টি মামলাতেই নূর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।’
নূর হোসেনকে রিমান্ড চাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘যেহেতু নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলাতেই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেহেতু তাকে রিমান্ড চাওয়ার সুযোগ নেই।’
এর আগে সকাল সোয়া ৮টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ আনা হয়। বর্তমানে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়েছে।
Tabis Mahmud Bappy liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.