সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, (বীর বিক্রম) বলেছেন, জিয়ার মাজার সারানোর মত দুঃসাহস দেখাবেন না, তা সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে ফিরে এসে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য এবার যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলন রাজপথে থেকে এই সৈরাচার সরকারের মরণ ঘণ্টা বাজিয়ে দেবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দুঃখ হয়, আজকে বাংলাদেশের নন্দিত রাষ্ট্রপতির কবরটি সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতিতে পরশ্রীকাতরতা, হিংসার সবচে কলঙ্কজনক অধ্যায় হবে, তার কবর সরিয়ে দেওয়া। আমরা এই দুরভিসন্ধি বাস্তবায়ন না করতে সরকারকে বিনীত অনুরোধ জানাই।
মেজর হাফিজ বলেন, রাজনীতিতে হিংষা-বিদ্বেষের কোনো কিছু নেই। এ ধরণের কোনো কাজ করে জনগণের মনে কালিমা লেপন করবেন না। আমরা যারা বিএনপি‘র নেতা-কর্মী আছি, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এর মোকাবেলা করবো।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এদেরকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা চার ভাগ মানুষও ভোট দিতে যায় নাই, তারা বলছে ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। সব নির্বাচনে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
দেশের চলমান অস্থিরতা ও হত্যাকা-ের জন্য পুলিশকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, দেশে দুইজন বিদেশি হত্যা হয়েছে। যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে। অনিরাপদ মানুষের জীবন। এর কারণ, বাংলাদেশকে পুলিশি স্টেটে পরিণত করা হয়েছে।
তিনি বলেন, এমপিদের আগে কি সম্মান ছিল, অবস্থা ছিল! আজকে এমপিরা সারারাত মদ খেয়ে সকাল বেলা বের হয়ে যাকে তাকে গুলি করে বসে। ঢাকায় এক এমপির ছেলে যানজট নিরসনে গুলি করে মানুষ মেরেছে ! একজন মন্ত্রীর জামাতা ৭ জনকে হত্যা করেছে। এটা জানামতে খবর, আর অজানা কয়জনকে হত্যা করেছে কে জানে!
মতপ্রকাশের স্বাধীনতা নেই দাবি করে হাফিজ উদ্দিন বলেন, অনেকগুলো টিভি-চ্যানেল বন্ধ। এগুলোর আলামত দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই।
এ সময় তিনি আগামী দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশবাসীকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রস্তুতি নেয়ার আহ্বান।
মেজর হাফিজ বলেন, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। তাহলে কারা এ কাজ করলো, জাতি জানতে চায়।
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভারতের টিভি-চ্যানেল বন্ধ। আমাদের দেশে তাদের টিভি চলার কারণে মাতৃভাষার পরিবর্তে হিন্দি শেখে বাচ্চারা। আমরা এটা করতে চাই না। এজন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা আনা হয়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন- বাংলাদেশকে ধ্বংস করে, দেশের গনতন্ত্রকে ধ্বংস করে, মানুষের উপর নির্যাতন করে ক্ষমতায় থাকার জন্য একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন আজকে তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে আমাদের সিনিয়র নেতাদের জেলে রেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা দিচ্ছে। যাতে তারা জিয়া পরিবারকে ধ্বংস করতে পারে ।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- বিএনপির সহ-তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছড়াকার আবু সালেহ, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাহফুজ আহমেদ হুমায়ুন, কে,এস, হোসেন টমাস,উত্তরের সভাপতি আরিফুর রহমান মোল্লা,শাহেনুর আরেফিন,মাহাতাব উদ্দিন শিকদার,আবুল কালাম আজাদ,রাজু আহমেদ বেলায়েত প্রমুখ।
সভাটি পরিচালনা করেন জাসাস মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
Md Azizul liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
K.s. Hossain Tomas liked this on Facebook.
Sultan Bin Siraj liked this on Facebook.
Sd Ridoy Sd Ridoy liked this on Facebook.
Abdul Ahad liked this on Facebook.
MG Azam liked this on Facebook.
Shahadat Hossian liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.
Imran Khan liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Mohammed Salim Mea liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
Rashed Khann liked this on Facebook.