ঢাকা: রাজধানীর পল্টন ও মুগদা থানায় করা নাশকতার তিন মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল সোমবার রমনা থানার দু’টি ও খিলগাঁও থানার একটি মামলায়ও শওকত মাহমুদকে জামিন দেন হাইকোর্টের একই বেঞ্চ। এ নিয়ে মোট আট মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন।
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।
তাকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি জামিনে আছেন। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
Abdul Halem Bablu liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
MD Golam Rabby liked this on Facebook.