ঢাকা: ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে ধরতে গেলে বিক্ষুব্ধ জনতা মারধর করে চার যুবককে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর হাজারিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার যুবক হলেন মেহেদী হৃদয়, হাসান শুভ, আমিনুর রহমান রুবেল ও হাসিবুর রহমান।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক চার যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যান।
এসআই নুরুল হক আমাদের ঢামেক করেসপন্ডেন্টকে জানান, ডিবি পরিচয় দিয়ে চার যুবক কনকতলীর এক বাসায় গিয়েছিল। সেখানে এলাকার লোকজন পিটিয়ে তাদের পুলিশে সোপর্দ করে।
এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামান আলী জানান, জনতার পিটুনিতে আহত চার যুবক পুলিশের সোর্স। সোমবার সন্ধ্যায় হাজারীবাগের জিগাতলা বিজিবি ৫ নং গেটে ভুলক্রমে ব্যবসায়ী বিপ্লবকে ধরতে গেলে এলাকার লোকজন তাদের পরিচয় জানতে চান। লোকজনকে এই চার যুবক ‘ডিবি পুলিশ’ পরিচয় দেয়। পরে তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে জনতা মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Sharif Hosen Shishir liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.