আবারো চেকপোস্টে হামলা : মিলিটারি পুলিশ আহত, হামলাকারী আটক

ঢাকা : রাজধানীর উত্তর কাফরুলের কচুক্ষেতে এমপি চেকপোস্টে মিলিটারি পুলিশের (এমপি) সদস্যকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। আহত এমপি পুলিশের ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলামকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। হামলাকারীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কচুক্ষেতে কার্যালয়ের সামনে ভাগ্যকুল মিষ্টাণ্ণ ভান্ডারের পাশে এমপি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি রিকশা থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। এতে আহত সামিদুলের মাথায়, ঘাড়ে, পিঠে ও বাম চোয়ালে জখম হয়। হামলার পর দৌড়ে পালানোর সময় দায়িত্বরত অন্য সদস্যরা দৌড়ে গিয়ে হামলাকারীকে আটক করে। হামলাকারীর পরনে ছিল শার্ট ও লুঙ্গি। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার মুখে দাড়ি রয়েছে।

জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার সকাল পৌনে ৮টার দিকে সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পালাবদলের সময় হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীদের ছুরিকাঘাতে এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো চারজন।

তারও আগে ২২ অক্টোবর রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলার ঘটনা ঘটে। সেখানে এক যুবকের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হন।

গত প্রায় ৩ সপ্তাহে চেকপোস্টে একই রকম হামলার তিনটি ঘটনা ঘটলো।

৭ thoughts on “আবারো চেকপোস্টে হামলা : মিলিটারি পুলিশ আহত, হামলাকারী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *