কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ হয়।
মা উম্মে আহমেদ শিশির ও নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সাকিবের মা শিরিন আক্তার আমাদের মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিককে জানান, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সন্তান প্রসব করে শিশির। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। নবজাতকের ওজন পাঁচ পাউন্ড। তিনি দেশবাসীর কাছে পুত্রবধূ ও নাতনির জন্য দোয়া কামনা করেছেন।
সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, ‘আমি খুবই আনন্দিত।’ তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন।
গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন বিশ্বসেরা ক্রিকেটার। এ মুহূর্তে বিমানেই আছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে প্রথম ওয়ানডে খেলে সাকিব খবর পান, নির্ধারিত সময়ের আগেই বাবা হতে যাচ্ছেন তিনি।
সাকিব জানিয়েছিলেন, ২১ নভেম্বর তাঁদের কন্যার পৃথিবীর আলো দেখার কথা। তবে তার আগেই সন্তান ভূমিষ্ঠ হলো।
সুখবরটি গত জুলাই মাসেই ভক্তদের দিয়েছিলেন সাকিব আল হাসান, বাবা হতে যাচ্ছেন তিনি। সন্তান জন্ম দিতে গত আগস্টের শুরুতে শিশির যুক্তরাষ্ট্রে চলে যান।
Jahangir Kabir liked this on Facebook.
Mostaf Kamal liked this on Facebook.
জাহিদুল ইসলাম বখতিয়ার liked this on Facebook.