বাংলাদেশের সংগ্রহ ২৪১

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে আগের ম্যাচের মতো ভালো নৈপণ্য দেখাতে পারেনি স্বাগতিকরা। ইমরুল কায়েসের ৭৬, নাসির হোসেনের ৪১ ও সাব্বির রহমানের ৩৩ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ২৪১ রান। শেষ দশ ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানরা সংগ্রহ করতে পেরেছেন মাত্র ৫৩ রান। ফলে সংগ্রহটা আড়াইশ রানে না ঠেকার আক্ষেপ থেকে গেছে বাংলাদেশের।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে হঠাৎ সুযোগ পাওয়া ইমরুল কায়েস শুরু থেকেই ব্যাট করছিলেন দৃঢ়তার সঙ্গে। বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলার সুযোগ পেয়ে শতকের আশা জাগিয়েছিলে তিনি। কিন্তু তিন অঙ্কের ঘরে যেতে পারেননি এই বাঁ-হাতি ওপেনার। শন উইলিয়ামসের বলে ছক্কা মেরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি উত্তাল করে তুলেছিলেন। পরের বল আবার ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েছেন লংঅফে। ৮৯ বলে ৭৬ রান করা ইমরুলের আক্ষেপ-জাগানো ইনিংসে চারটি ছক্কা ও ছয়টি চার।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। ইমরুলের উদ্বোধনী জুটির সঙ্গী তামিম ইকবাল খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সপ্তম ওভারে তিনাশে পানিয়াঙ্গারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁ-হাতি ওপেনার। আউট হওয়ার আগে করেছেন ১৯ রান। দারুণ এক ছয় মেরে ভালো নৈপুণ্য দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। কিন্তু মাত্র ৭ রান করে তিনিও পানিয়াঙ্গারার বলে আউট হয়েছেন উইকেটরক্ষক রিজিস চাকাবভার হাতে ক্যাচ দিয়ে। মাহমুদউল্লাহ আবারও ব্যর্থ। আগের ম্যাচে করেছিলেন ৯ রান। এবার মাত্র ৪ রান করে লেগস্পিনার গ্রেম ক্রেমারের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম অবশ্য ভালোভাবে শুরু করেও বেশি দূর যেতে পারেননি, আউট হয়ে গেছেন ২১ রান করে। ৩২তম ওভারে ইমরুল ৭৬ রান করে আউট হয়ে যাওয়ার পর কিছুটা কমে যায় রান সংগ্রহের গতি। তবে শেষপর্যায়ে বাংলাদেশের সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন সাব্বির ও নাসির। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছিলেন ৪২ রানের জুটি। ৪০ বলে ৩৩ রান করে আউট হয়ে গেছেন সাব্বির। নাসির খেলেছেন ৫৩ বলে ৪১ রানের লড়াকু ইনিংস। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাট থেকে এসেছে ১৩ রান।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। প্রথম ম্যাচে ১৪৫ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছিলেন সাকিব আল হাসান। তবে সিরিজের বাকি দুটি ম্যাচ এ সময়ের সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। কন্যাসন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম ম্যাচ শেষেই নিউইয়র্কে গেছেন সাকিব। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ইমরুলকে।

একটি পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলেও। প্রথম ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়ায় খেলতে পারছেন না রিচমন্ড মুতুম্বামি। তাঁর পরিবর্তে দলে এসেছেন রিজিস চাকাবভা।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), রিজিস চাকাবভা, ক্রেইগ আর্ভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রেম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি, চামু চিভাভা ও ম্যালকম ওয়ালার।

৫ thoughts on “বাংলাদেশের সংগ্রহ ২৪১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *