কোথায় এখন শিশু আইন ২০১৩?

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলির মামলায় তিন সপ্তাহ কারাভোগের পর মুক্তি পেয়েছে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তাহলে সংসদ সদস্যরা অপরাধ করলেও সংসদে বসতে পারবে? লিটন একজন খুনী। যে মানুষ খুন করে তার তো জেলে থাকার কথা সে কিভাবে সংসদে বসে? জন্মলগ্ন থেকেই বাংলাদেশ জাতীয় সংসদ খুনীদের দখলে ছিল।

মানুষকে যখন তখন গুলি করে, ভয় দেখিয়ে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যার যার গুন্ডাবাহিনী দিয়ে যার যার এলাকা থেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছে খুনীরা। জেলখানার পরিবর্তে খুনের আসামীরা এখন জাতীয় সংসদে ১৭ কোটি মানুষের জন্য দুর্ভোগের বিল পাশ করবে। ওদিকে জেলখানাগুলোতে ভুয়া মামলা খাওয়া নিরীহ আসামীতে ঠাসা। বেশ সুন্দর অদল বদল। খুনীরা সংসদে আর নিরীহরা জেলে। বাহ! সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়! ১৭ কোটি মানুষের গলাতে রশি বেঁধে অপরাধীরা বেশ রাজত্ব করছে।

আওয়ামীলীগকে ফিরিয়ে এনে বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম করার সুযোগ করে দেওয়ার জন্য মেজর জেনারেল জিয়াউর রহমানকে ধন্যবাদ। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য জেলের ভেতরে বন্দী করে পদত্যাগ করার জন্য বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ। আপনাদের কথা জাতী কৃতজ্ঞতার সাথে স্বরণ করবে। খুনীরা সংসদে নিরীহরা জেলে। চমৎকার!!



১২ thoughts on “কোথায় এখন শিশু আইন ২০১৩?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.