ঢাকা: বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। মোদিকে টেক্কা দিয়ে ১৫৭টি আসনের এগিয়ে রয়েছে নিতীশ কুমার-লালু প্রসাদ যাদব-কংগ্রেস মহাজোট।
রোববার (০৮ নভেম্বর) বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে জানানো হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৭৫টি আসনে। আর ১১টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
এদিকে, রোববার সকাল থেকেই বিহারের ভোট গণনায় নাটকীয়তার সৃষ্টি হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ গণনায় প্রথমদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিলো। তবে সময় গড়াতেই প্রবলভাবে লড়াইয়ে ফিরে আসে মহাজোট।
উল্লেখ্য, গত অক্টোবর ও চলতি নভেম্বর মাসে মোট ৫ ধাপে অনুষ্ঠিত হয় ২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচন।
এদিকে, এরই মধ্যে নিতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এ ব্যাপারে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে) এক টুইট বার্তায় নিতীশ লেখেন, অভিনন্দন জানাতে মাত্রই আমাকে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী।
Amdad Hossain Saiful liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Mohammad Rayhan liked this on Facebook.
Mohammad Salahuddin Arzu liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.
Rajukul Islam Raju liked this on Facebook.
Jafar Khan liked this on Facebook.