পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে ‘ধরপাকড়’

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই সুনির্দিষ্ট অভিযোগে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ব্যাপকভাবে ‘ধরপাকড়’ করা হচ্ছে এ অভিযোগ সঠিক নয়।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

রোববার (৮ নভেম্বর) গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যারা মনে করছেন নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের এ ভাবনা দূর করতে হবে।

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলে গণতন্ত্র পৌঁছে দেওয়ার জন্য। পৃথিবীর গণতান্ত্রিক সব দেশেই এ ব্যবস্থা রয়েছে। আমরা তাই করার চেষ্টা করছি। দলীয় প্রতীকে নির্বচান হবে এটিই নিয়ম, এতোদিন যা ছিল তা নিয়ম ছাড়াই চলছিল।

১০ thoughts on “পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে ‘ধরপাকড়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *