সেনবাগে বিএনপির দু’গ্রুপের সমাবেশ, পুলিশের ধাওয়া

সেনবাগ: ৭ নভেম্বর সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার একই স্থানে একই সময়ে বিএনপি’র দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। অবশেষে উত্তেজনা ও আতংক ও পুলিশের বাঁধায় দলীয় কার্যালয়ের সামনে কোন পক্ষই সমাবেশ করতে পারেনি।
শনিবার বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয়ের সমাবেশ করতে না পেরে পৌরসভার উত্তর সাহাপুরে সমাবেশ করে পদবঞ্চিত নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের কর্মসূচীকে ঘিরে সংঘর্ষের আশংকায় সকাল থেকে উপজেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। এসময় কোন পক্ষের নেতকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়নি।
পরে বিকেলে দু’ভাগে বিভক্ত হয়ে সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর পৌরসভা গেইটে বিএনপি নেতা আবদুল্লা আল মামুনের নেতৃত্বে ও কাদরা বোর্ড অফিস এলাকায় পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফারুক বাবুলের নেতৃত্বে আলোচনা ও সমাবেশ করে পদবঞ্চিত নেতা কর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, জিয়াউল হক বাহাদুর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইরফান উদ্দিন মাহমুদ তপন, যুবদল নেতা ছরোয়ার হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি এয়াছিন আলী বাবর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবু নাছের প্রমুখ।
12219631_866825563437290_6191438728441339739_n
অপরদিকে, একই সময় পৌর শহরের পূর্ব বাজারে নবগঠিত পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে সমাবেশের উদ্দেশে দলীয় কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলে পুলিশর তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে পরে তারা পূর্ব বাজারে কর্মসূচী পালন করেছেন বলে দাবী করেন।
প্রসঙ্গত, শনিবার ৭ নভেম্বর সিপাহী বিপ্ল¬ব দিবস উপলক্ষে উপজেলা বিএনপির একাংশের নেতা ফারক বাবুল দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করার জন্য সেনবাগ থানা পুলিশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। এরপর একই সময় একই স্থানে পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম সমাবেশ করার জন্য পৃথক আবেদন করেন। তবে প্রশাসন তাদের কোন গ্রুফকে সমাবেশের অনুমতি প্রদান করেনি।

৭ thoughts on “সেনবাগে বিএনপির দু’গ্রুপের সমাবেশ, পুলিশের ধাওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *