ছি!আমি এতো জগন্য!আমি মানুষ?আমরা মানুষ?!

অশান্ত ও অস্থির এ পৃথিবীর স্রষ্টা কর্তিক স্থবিরতা অতি নিকটে|
চলমান পৃথিবীর হাজার বছরের নিয়ম কে যখন মানুষ পাশ কাটিয়ে অনিয়ম কে নিয়ম এ পরিনত করেছে তবে হলপ করে বলা যায় এ পৃথিবীর ধংস সন্নিকটে|
ধম্ব ও অহমিকা হয়েছে মানুষের মাথার মুকুট,শ্রদ্ধা সম্মান হয়েছে বিলুপ্ত|
এ পৃথিবীকে তৈরী করা হয়েছিল অশান্ত অবস্থা থেকে ধীরে ধীরে আমাদের রব এ পৃথিবীকে আমাদের জন্য শান্তির স্থানে পরিনত করেছেন|
আর আমরা অকৃতজ্ঞ মানুষ আবার এ পৃথিবীকে অশান্ত করেছি নিজের হাতে|
সার্থপরতা আমাদের করে দিয়েছে পঙ্গু সাম্রজ্যবাদিতা আমাদের করেছে অন্ধ|
কোথায় আমাদের মুল্যবোধ কোথায় আমাদের মনসত্ব|
পশুত্বকে হার মানিয়ে আজ আমরা পশু থেকেও জগন্য প্রাণীতে নিজেদের রূপান্তর করেছি|
এ পৃথিবীতে থাকার অধিকার আমরা হারিয়ে ফেলেছি|
তাই পৃথিবী আমাদের ক্ষমা করবে না|
নিজে ধংস হয়ার মধ্যে দিয়ে আমাদের পৌছে দিবে সেই ময়দানে যেখানে স্রষ্টা কর্তিক শেষ বিচারের ডাক দেয়া হবে|

#রাজিব

৭ thoughts on “ছি!আমি এতো জগন্য!আমি মানুষ?আমরা মানুষ?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *