ঢাকা: বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে লোক নিয়োগ করা হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে আবেদন করতে পারেন। রাজাশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
পদের নাম: সহকারী স্টেশন মাস্টার।
পদের সংখ্যা: ২৭০টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ৪৭০০ থেকে ৯৭৪৫ টাকা।
বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা/ প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।
আবেদনপত্র সংগ্রহ:
আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে www.railway.gov.bd পাওয়া যাবে। এ ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে এ-৪ সাইজের কাগজে তা প্রিন্ট করতে পারেন।
আবেদন করার শেষ সময়:
আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর ২০১৫ এর বিকেল ৫টার মধ্যে ‘চীফ পার্সোনেল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে সিআরবি, চট্টগ্রাম’ বরাবর পৌঁছাতে হবে।
Moin Ahmed liked this on Facebook.
এক কাপ চা liked this on Facebook.
MG Azam liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Ala Uddin liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.