বান্দরবানে এমএনপির অস্ত্র সমর্পণ

পার্বত্য জেলা বান্দরবানের ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্ত্র সমর্পণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে তারা অস্ত্র সমর্পণ করেন।

পাহাড়ি অঞ্চলের ম্রো সম্প্রদায়ের পিছিয়ে পড়া কিছু যুবকের হতাশাকে পুঁজি করে নিজেদের অধিকার আদায়ের উদ্দেশ্যে ২০১০ সালে ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) গঠন করে। এরপর কিছুদিন ঠিক চললেও পরে অন্তর্দলীয় সংঘাতে খুন হয় এমএনপির প্রতিষ্ঠাতা মেনরুং ম্রো, সেকেন্ড ইন কমান্ড পালে ম্রোসহ অন্তত ২৫ নেতাকর্মী।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় ম্রোদের কেউ চাষাবাদ আবার কেই ব্যবসা করে জীবন চালিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

সামাজিক একত্রীকরণ কর্মসূচির অংশ হিসেবে এমএনপির কিছু সদস্য আত্মসমর্পণ করছে, তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা।

তাদের এ অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বিশেষ ভূমিকা রেখেছেন।

৮ thoughts on “বান্দরবানে এমএনপির অস্ত্র সমর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *