স্বামীকে মোবাইল ফোনে পিত্রালয়ে ডেকে নিয়ে শিকলে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্ত্রী ও তার লোকজন। পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পাগুলী গ্রামের ফজলুল হক চকদারের কন্যা ফাউজিয়া আক্তার (২৮) ওই রাতে স্বামী আশরাফুল আলমকে (৩৫) মোবাইলে ডেকে পিত্রালয়ে আনে। ফাউজিয়ার পিতা, মামা, ভাই মিলে শিকলে হাত-পা বেঁধে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ আশরাফুল আলমকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে আশরাফুল আলম বাদী হয়ে গতকাল তারাকান্দা থানায় মামলা করেছে।
আশরাফুল আলম জানান, ১১ বছর আগে তাদের বিয়ে হয়। সিংহভাগ সময়ই তার স্ত্রী ফাউজিয়া তার পিত্রালয়ে অবস্থান করত।
Zahidul Islam Shahin liked this on Facebook.
Addul Nur liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.
Babul Khan liked this on Facebook.